কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী লোহাজুরী ইউনিয়ন জামাতের উদ্যোগে সোমবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের দশপাখি আফতাব মুন্সীর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী লোহাজুরী ইউনিয়ন জামাতের  উদ্যোগে সোমবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের দশপাখি আফতাব মুন্সীর মোড়ে উৎসব মুখর পরিবেশে এক দাওয়াতী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল জনগোষ্ঠীর  জনসমাগমের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন  পর প্রকাশ্যে জনসমাবেশ করতে পারায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছাস উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অত্র লোহাজুরী ইউনিয়ন সভাপতি অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম কাশেম এর  সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী মোবারক হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেত্রুেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক কাজী সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আজিজুল হক কাজল সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ পাকুন্দিয়া, অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,জেলা শুরা সদস্য ও আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা, মাওলানা মাহমুদুল হাসান, সেত্রেুটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা সাইদুল হক বিএসসি, সহকারী সেত্রেুটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা, মাওলানা জাহাঙ্গীর হোসেন তারেকী,সভাপতি, উলামা বিভাগ, মুগদা থানা, ঢাকা, মোঃমাহফুজুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরী ইউনিয়ন, মোঃবিল্লাল হোসেন বিএসসি, সেত্রেুটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাজুরী ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সাইদুল হক বিএসসি,কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন আমাদের দাওয়াতী কার্যক্রম গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় অব্যাহত থাকবে। এই জমিনে ইকামতে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। এ দলটির উদ্দেশ্য হচ্ছে সর্ব স্তরের জনসাধারণের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এদেশ থেকে দুর্নীতি লুটপাট দূর করে সৎ লোকের শাসন কায়েম করা।মানবতার কল্যাণের লক্ষ্যে ১৯৪১ সাল থেকে  জামাতে ইসলামী কাজ করে আসেছ,একমাত্র  জামাতই  গণতন্ত্র চর্চা করে, অন্য কোন দল গণতন্ত্র চর্চা করে না, তারা পরিবার তন্ত্রের চর্চা করে,  জামায়েত ইসলামী চাঁদাবাজি দুর্নীতির সাথে  আপোষ করে না,ক্ষমতায় আসলে  বেকারত্ব দূরীকরণের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতী গঠন করবো।