কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু।

কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু।


শনিবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১০.৩০ মিঃ এর দিকে কলাপাড়া পৌর শহরের কলবাড়ি সংলগ্ন আন্ধারমানিক নদীতে এই দুর্ঘটনা ঘটে। শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর  বড় ছেলে।কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন মর্নিং পোষ্ট কে  জানান,গত ২৭/০৪/২০২৪ ইং রোজ রবিবার তিসা তাপসি নামে বলগেটটি পায়রা বন্দর সংলগ্ন এলাকা থেকে বালু বোঝাই করে কলাপাড়া নাচনাপাড়া কলবাড়ি ঘাটে এসে পৌছায়। ঘাটে বলগেটটি নোঙ্গর করতে গিয়ে   চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঐ রাতেই উদ্ধার অভিজান শুরু করেন।


২৮/০৪/২০২৪ইং রোজ রবিবার  ফায়ার সার্ভিসের ডুবুরী দল ১৫ ঘন্টা প্রায় চিরুনি অভিযান চলমান মূহুর্তে ঘটনা স্থল থেকে দের  কিলোমিটার পূর্ব দিকে বাদুরতলী নামক স্থানে আন্ধারমানিক নদীতে লাশটি ভেসে উঠে।  স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে   ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ কলাপাড়া থানায় হস্তান্তর করেন।