শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি পুলিশ,বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাট জেলা আওয়ামী কালীগঞ্জ থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বুধবার বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম তিনি বলেল, আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত লালমনিরহাট গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলার পরিববর্তন করতে কাজ করছি। লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে জেলার ভেতরে মাদক প্রবেশ করছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। চাঁদাবাজ, মানবপাচারকারী, অবৈধ দখলদারদের আইনের আওতায় আনা হচ্ছে । পুলিশ মানবিক ও জনবান্ধব হবে। আমি আপনারদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ লালমনিরহাট গড়তে চাই।মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কালীগঞ্জ থানা ইনচার্জ এসআই এরশাদ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) জয়ন্ত কুমার। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা, উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়ের আমীর মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর,সদস্য সচিব মেহেরবান মিঠু,জামায়াত নেতা লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক হাসান আবদুল মালেকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।