গতকাল ২২মার্চ, রোজ শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হোটেল নুরমহলে পবিত্র মাহে রমজান উপলক্ষে "একতাই শক্তি একতাই বল " স্লোগানে পরিবহন চালকদের সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ২২মার্চ, রোজ শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হোটেল নুরমহলে পবিত্র মাহে রমজান উপলক্ষে "একতাই শক্তি একতাই বল " স্লোগানে পরিবহন চালকদের সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার  মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ পরিদর্শক ও ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন  ১নং কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  সেকান্দর আলী এবং ৭নং মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি ও দেবিদ্বারের ট্রাফিক ইন্সপেক্টর কবির।এসময় প্রধান অতিথি জিয়াউল হক চৌধুরী টিপু পরিবহন চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল  থাকার জন্য বলেন।

তিনি আরো বলেন, হাইওয়ে গতি ৮০ কিলোমিটার পার আওয়ারের বেশি যেন না হয় এবং রিকুইজিশন প্রবলেমটি হাসিমুখে মেনে নিতে হবে।পরবর্তীতে দোয়া ও মোনাজাত এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।