তিনি /০৫/২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা  ঘটিকায় দিনাজপুর  বিরল উপজেলার মোখলেছপুর ইউনিয়নের ঢেলপীরে   ব্রীধান-৮৮ কর্তনের উদ্বোধন করেন মাননীয় কৃষি  সরাস্ট্র উপদেষ্টা লেজেনারেল (অব). জাহাঙ্গীর আলম চৌধুরী

তিনি এসময় কৃষকদের সাথে খোলা প্রশ্নের উত্তরে বলেন ট্রেনে একটি এসি বগির ব্যবস্থা করবেন কৃষি পন্য পরিবহনের জন্য। শাকসবজি জন্য ছোট-ছোট হিমাগার নির্মাণ করা হবে। কৃষকরা ন্যায্য ধানের দাম পায়নাদাম পায় মধ্যোসত্তোভোগীরা। আমরা চাই কৃষক যাতে ন্যায্য মূল্য পায় আমরা তার ব্যবস্থা করেছি। আপনারা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। কৃষকদেরকে বলেন আপনাদের জন্য এবার ধানের দাম বৃদ্ধি করা হয়েছে

তিনি কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন মাঠ দিবসে কৃষকদের মাঝে নিয়মিত উঠান করার টাকা উঠান বৈঠকেই খরচ করবেনএখানে যেন কোন রকম দূর্নীতি না হয়

বরেন্দ্র কর্মসূচীতে পানির দাম কমানো হয়েছে। আপনারা যেন কমদামে পান দিতে পারেন। ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেনকৃষিতে কোন রকম সিন্ডিকেট করা যাবে না। লিচুতে অতি মাত্রায় ক্যামিকেল ব্যবহার করবেননাকৃষিতে কৃষি কর্মকর্তা যেভাবে বলেন সেভাবে সার  স্পে দিবেন। আপনাদের জন্য কাঁঠাল  লিচু আমরা বিদেশে রপ্তানি করব। দিনাজপুর যেহুতু লিচু জন্য বিখ্যাত তাই ট্রেনে একটি এসি বগীর ব্যাবস্থা করবেন লিচু পরিবহনের জন্য

তিনি মাদক কারবারি দের সাবধান করেনজনগনকে মাদককারবিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে রুখে দিতে হবে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো শহিদুল ইসলামরংপুরের ডিআইজি আমিনুল ইসলামরংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো মজিদ আলীকৃষি সচিব মো এমদাদুল হক মিয়াবরেন্দ্র বহু প্রকল্পের চেয়ারম্যান  ডক্টর মো আসাদুজ্জামানদিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামপুলিশ সুপার মারুফাত হুসাইন, মো মসীহুর রহমান পরিচালক কৃষি তথ্য সার্ভিসঅন্যান্য কৃষি কর্মকর্তা  প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

তিনি দিনাজপুর সার্কিট হাউজে বেলা :৩০ ঘটিকায় আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এখানে আইন শৃঙ্খলা বিষয় বিভিন্ন পরামর্শ দেন

:২০ মিনিটে গম গবেষণা ইনিস্টিউটে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। একই স্থানে রংপুর বিভাগীয় সকল কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন