' পোলিও মুক্ত বিশ্ব ,আমাদের স্বপ্ন' এই স্লোগানকে সামনে রেখে খুলনা জোনের সকল রোটারি ক্লাবের আয়োজনে পালিত হলো বিশ্ব পোলিও দিবস। খুলনার জাতিসংঘ পার্কে সকাল সাড়ে আট ঘটিকায় খুলনার রোটারি ক্লাবসমূহ পোলিও মুক্ত বিশ্ব গড়ার আহবানে প্রথমে র‍্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

' পোলিও মুক্ত বিশ্ব ,আমাদের স্বপ্ন' এই স্লোগানকে সামনে রেখে খুলনা জোনের সকল রোটারি ক্লাবের আয়োজনে পালিত হলো বিশ্ব পোলিও দিবস। খুলনার জাতিসংঘ পার্কে সকাল সাড়ে আট ঘটিকায় খুলনার রোটারি ক্লাবসমূহ পোলিও মুক্ত বিশ্ব গড়ার আহবানে প্রথমে র‍্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারিয়ান পিপি আবু সাঈদ এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে খুলনার সকল রোটারি প্রেসিডেন্ট এবং শতাধিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব পোলিও দিবস এর প্রচলন করে রোটারি ইন্টারন্যাশনাল। ১৯৫৫ সালে বিজ্ঞানী জোনাস শক ও তার গবেষণা দল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন ।পরবর্তী সময়ে ১৯৬২ সালে তিনি তৈরি করেন ইন অ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস টিকা। বিশ্বের ১২২টি দেশের প্রায় তিন বিলিয়ন শিশুকে পোলিও মুক্ত রাখতে রোটারির সদস্যরা এ যাবত অগণিত স্বেচ্ছাসেবক এবং ২০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব পোলিও নির্মূলে উদ্যোগে ২০২২ থেকে ২৬ এর জন্য ঘোষিত ২.৬ বিলিয়ন ডলারের বরাদ্দ করেছে রোটারি । যা আগামীতে ৫০ টি দেশে বছরের ৩৭০ মিলিয়ন শিশুদের টিকাদান ও এ সংক্রান্ত তদারকিতে ব্যয় করা হবে। 
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে 'পোলিও মুক্ত বিশ্ব' হোক এটাই রোটারির একান্ত অঙ্গীকার।রোটারি ক্লাব অফ খুলনা মহানগরের সম্মানিত প্রেসিডেন্ট মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে পরে ক্লাবের অভ্যন্তরীণ মিটিং সম্পন্ন হয়,  সবাই আরো উপস্থিত ছিলেন রোটারি নেতা রোটারিয়ান এস এম আতহার আলী, রোটারিয়ান মোল্লা মোঃ শফিকুর রহমান, রোটারিয়ান উত্তম দাস, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান হেমন্ত কুমার সরকার সহ আরো অনেকে । পরে ক্লাব সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সভার কাজ শেষ করেন।