সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে নগরীর ড্যাপস ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটি উধাও হয়ে গেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
চুরি যাওয়া শিশুটির বাবা বাগেরহাটের মংলা উপজেলার বাসিন্দা মোঃ সুজন মির্জা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্ত্রী ফারজানা আক্তারের প্রসব বেদনা উঠলে গত শুক্রবার তাকে নগরীর ড্যাপস ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। আজ দুপুরে ক্লিনিকের ক্যাবিনে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে অজ্ঞাত কেউ শিশুটিকে চুরি করে নিয়ে যায়।
ঘুম থেকে জেগে সন্তানকে পাশে না পেয়ে মা ফারজানা আক্তার চিৎকার করে ওঠেন। তার চিৎকারে ক্লিনিকের নার্স ও অন্যান্যরা ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে ক্লিনিক কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।