গত চার দিনের বৃষ্টিত সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় অনেক অঞ্চল পানিতে নিমজ্জিত। কাঁচা পাকা অনেক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে, বিঘার পর বিঘা কৃষি ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে।
শত শত বিঘা ঘেরের মাছ পানিতে ভেসে গেছে, ঘের মালিকদের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে পানির টানে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তালা উপজেলার বিভিন্ন কৃষি খামার, ফসলী জমি, মাছের ঘের। পানি সরানোর ব্যবস্হা সঠিক না থাকার কারণে এবং বিভিন্ন জায়গা গেট গুলোতে পাঠাতন দিয়ে আটকে দেওয়ার কারণ এই অবস্থা বলে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের ভিতরে পানি সরানোর ব্যবস্থা করা হোক।