ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্টোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন,অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে।
উন্নত সেবার জন্য উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে। অনুষ্ঠানে ৫৯ জনের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন। পরে ২০২৩- ২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদের উন্মুক্ত জলাশয়ে (পুকুরে) পোনা মাছ অবমুিক্ত কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসমায় উপস্থিত ছিলেন সিনিয়ার উপজেলার মৎস্য অফিসার মারজান সরকার, সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।