গাজীপুরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণগল্পে পুলিশ কমিশনারের রাত্রকালীন ঝটিকা অভিযান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার( প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ জাহিদুল হাসান ""বিপিএম সেবা আজ রাতে নিজে উপস্থিত থেকে গাজীপুর সদর থানা চৌরাস্তা ধিরাশ্রম হায়দ্রাবাদ ও পুবাইল থানার রাত্রিকালীন  পার্টির কার্যক্রম এবং জনগণের নিরাপত্তায় চেকিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন!! এ সময় তিনি রাতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহলরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন """গাজীপুর শ্রমিক অধ্যুষিত  এলাকা বিভিন্ন জেলার লোক এখানে কাজ করে তাই এখানে অপরাধ প্রবণতাটা বেশি বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এই ঝটিকা অভিযান আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এই কার্যক্রম চলবে কোন অপরাধীকে অপরাধ করে পালিয়ে যেতে দেয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনী স্বহস্তে সেটা দমন করবে এটাই পুলিশ কমিশনারের মূল উদ্দেশ্য