পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষের হাট বাজারে ১৭ নভেম্বর রবিবার বিকেল চারটায় জামায়াত কর্মী বহুল আলোচিত শুক্কুর আলী হত্যার বিচারের দাবিতে কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ ও এলাকাবাসী উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জানা যায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে উপজেলার ঘোষের হাট বাজারে রায় কার্যকরের দিন রাতে বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে পওাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার তার দলবল নিয়ে মিছিলের উপর গুলিবর্ষণ করলে জামাতকর্মী শুক্কুর আলীসহ ০৬জন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শুক্কুর আলী মারা যায়। শুক্কুর আলী কালাইয়া গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। শুক্কুর আলী ছাড়াও সিদ্দিক, ফিরোজ, মোস্তফা,রিয়াজ, শফিকুর সহ মোট ০৬জন আহত হয়।হামলাকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় শুক্কুরের পরিবার ও নির্যাতিতরা বিচার চেয়েও কোন বিচার পায়নি। তাই আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। হামলাকারীরা অধিকাংশই পলাতক রয়েছে। নির্যাতিতদের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাসির দাবি করেন।