ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা।

 উদ্বোধনী খেলায় কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী ৪-১ গোলে ঢাকা ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে জয়ী হয়।

উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুস আলী প্রামাণিকের সহযোগিতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মোঃ আমজাদ প্রামাণিক, এবং বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস।

খেলাটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা। জানা গেছে, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় প্রথমার্ধে কুষ্টিয়ার দল ৩-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ঢাকা ইউনাইটেড ক্লাব একটি গোল করলেও কুষ্টিয়া দল আরও একটি গোল করে ৪-১ গোলে জয় নিশ্চিত করে।

টুর্নামেন্টের প্রধান রেফারি ছিলেন ফাহিম আহমেদ, সহকারী রেফারি হিসেবে ছিলেন মিনার বিশ্বাস ও নাসির হোসেন। ধারাভাষ্য প্রদান করেন মোঃ সাজ্জাত হোসেন সাজু, মোজাফ্ফর হোসেন জাফর ও মোঃ নজরুল ইসলাম।