জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(আইএইচসি) বিভাগের স্পোর্টিং ক্লাবের কার্যনিবার্হী কমিটি (২০২-২০২৫) ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান, স্পোর্টিং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. আনোয়ারা  আক্তার ও সহকারী অধ্যাপক মোহা. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫ ব্যাচের নাহিদ সারওয়ার, সাধারণ সম্পাদক ১৬ ব্যাচের মো নাসিম ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫ ব্যাচের শেখ ফাহাদ। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক ১৭ ব্যাচের জাবির বিন হোসাইন, প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ আহমেদ, অর্থ সম্পাদক আবু রায়হান সরকার, নারী ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান সেতু, ইনডোর ক্রীড়া সম্পাদক শিপন সরকার দায়িত্ব পেয়েছেন। কমিটিতে দুইজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, দুইজন সহ সাংগঠনিক সম্পাদক ও সব ব্যাচ থেকে মোট ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ স্পোর্টিং ক্লাবটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হলেও প্রথমবারের মতো বিভাগ কর্তৃক ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটিটি অনুমোদন করা হয়েছে।