জয়পুরহাট জেলা কালাই উপজেলাধীন পুনট ইউনিয়ন শিকটা গ্রামে গত ইং ১৫/১১/২০২৪ তারিখ সকাল অনুমানঃ ৭.০০ ঘটিকার সময় মহাতাব এর জায়গায় আফজালের নাতি রাজুর চুলা রয়েছে।

জয়পুরহাট জেলা কালাই উপজেলাধীন পুনট ইউনিয়ন শিকটা গ্রামে গত ইং ১৫/১১/২০২৪ তারিখ সকাল অনুমানঃ ৭.০০ ঘটিকার সময়  মহাতাব এর জায়গায় আফজালের নাতি রাজুর চুলা রয়েছে। উক্ত চুলা সরানো বা ভাঙ্গিয়ে নেওয়ার কথা আমার ছেলে মোঃ আব্দুর রহিম বলতে গেলে পরিকল্পিতভাবে যোগসাজসে দলবদ্ধ হয়ে আসামী ১। মোঃ রাজু, পিতা- মৃতঃ আজিজার ২। মোঃ মাহমুদুল, পিতা-নজরুল ইসলাম ৩। মোছাঃ মহুবা খাতুন, স্বামী-মোঃ আজিজার ৪। মোছাঃ মেরিনা খাতুন, স্বামী-মোঃ নজরুল ইসলাম ৫। মোছাঃ মলি খাতুন, স্বামী-মোঃ রাজু, সকলের গ্রামঃ পুনট শিকটা, উপজেলাঃ কালাই, জেলাঃ জয়পুরহাটগণ আমার ছেলেকে ৩নং আসামী গাছের ডাল দ্বারা এলোপাতারিভাবে মারপিট করিলে আমার ছেলে আমাকে  ডাক দিলে উক্ত জায়গায় গিয়ে আমার ছেলেকে মারার কারণ জিজ্ঞাসা করিতেই আমাকে সকলে দলবদ্ধ হয়ে মাথার চুলের মুটি ধরিয়া মারপিট করিতে থাকিলে  আমি পাড়িয়া গেলে এই সুযোগে ১নং আসামী আমাকে  ধরিয়া ছিল এবং ২নং আসামী আমার স্ত্রীর নিচ পেটে লাথি মারে এবং আমার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, ৭ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। আমি পেটের ব্যথায় চিৎকার দিলে স্বাক্ষী ১। মোঃ আব্দুর রহিম, পিতা-মতাহাব  ২। মোঃ মেহেদুল, পিতা-মোঃ নজরুল ইসলাম ৩। মোছাঃ সাজেদা, স্বামী- মোঃ এনামুল  ৪। মোছাঃ জেমি আক্তার, স্বামী-মৃতঃ আঃ মান্নান, ৫। মোছাঃ শাহানাজ, স্বামী- মোঃ মিজানুর রহমান সকলের গ্রামঃ পুনট শিকটা, উপজেলাঃ কালাই, জেলাঃ জয়পুরহাটগণ উক্ত ঘটনা দেখিয়াছে এবং শুনিয়াছে। উক্ত রেহেনা আক্তার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হইয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। রেহেনার স্বামী মহাতাব উদ্দিন বাদী হয়ে কালাই থানায় অভিযোগ দায়ের করিলে অফিসার ইনচার্জ অভিযোগটি রুজু করেন।