পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নীলফামারীর জলঢাকা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ নভেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পলাশ থানার পরিদর্শক (তদন্ত ) আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, থানার কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মন্ডলসহ গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে ওসি জাহাঙ্গীর আলম মন্ডল মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।