জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মনিরুজ্জামান।মানববন্ধনে সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আমিনুর রহমানের সভাপতিত্বে ও ডে নাইট কলেজের প্রভাষক মো. মাসুম বিল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য দেন, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক পবিত্র কুমার মন্ডল, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান, ডে নাইট কলেজের উত্তম কুমার মন্ডল, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক মৃন্ময় মন্ডল, শেখ আমানুল্লাহ কলেজের প্রভাষক মো. আশরাফুল আলম, ডে নাইট কলেজের প্রভাষক আদিত্য কুমার মন্ডল প্রমুখ।বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্যার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন রাত-দিন কাজ করে যাচ্ছেন।বক্তারা আরো বলেন, উপাচার্যের এ সকল সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়নকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এ সময় ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক আব্দুল হাকিম, আবু সাঈদ, আশরাফুল আলম, সিটি কলেজের পরিমল কুমার মন্ডল, ডে নাইট কলেজের ফারহানা আজিম, লিপিকা দে, ঝাউডাঙ্গা কলেজের রত্না বালা, মারুফা খাতুনসহ জেলার ১৪ টি কলেজ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।