পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ বি এম ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ বি এম ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ৬ নভেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টগরাগ্রামের এ বিএম ইট ভাটায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম আলআমিন হোসেন। এবিএম ইটভাটা কর্তৃপক্ষ ইট তৈরীর কাজে বলেশ্বর নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটলে ভ্রাম্যমান আদালত এ অভিযান ও জরিমানা করেন। 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের পরিচালক এসএম আল আমিন হোসেন বলেন, অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটার অপরাধে এবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।