পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ০৭ই নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। প্রথমে রেলি শুরু হয়। রেলিটি ইন্দুরকানী বাজার প্রদক্ষিণ করে উপজেলা ঘুরে এসে বিএনপি অফিসের সামনে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে উপজেলা বিএনপি অফিসের সামনে জমায়েত হয়। কয়েক হাজার নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করে বিএনপি অফিসের সামনে নির্ধারিত প্যান্ডেলে আসন গ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব ফরিদ আহমেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু। সভায় প্রধান সুন্দর অতিথি ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের নীতি ও আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।