এইচএসসি পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, হাইপার টেনশনে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম। তিনি ঐ ছাত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসা দিয়েছেন।
ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে দশ মিনিট চিকিৎসা শেষে পুনরায় এসে ঐ পরীক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করে। অসুস্থতা ও চিকিৎসা নিয়ে ঐ পরীক্ষার্থীর মোট বিশ মিনিট সময় নষ্ট হয়েছে। অসুস্থ পরীক্ষর্থীকে কোন অতিরিক্ত সময় দেওয়া হয়নি। তবে পরীক্ষা ভাল হয়েছে বলে পরীক্ষা শেষে ঐ পরীক্ষার্থী জানিয়েছেন।