সরেজমিনে দেখা যায়, আলেপ মোড়ে তিন রাস্তার সংযোগস্থলে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। ইজিবাইক, রিকশা, ভ্যান, সিএনজি এবং ব্যক্তিগত গাড়ির এলোমেলো চলাচল যানজটকে আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোড়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মোড়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যও চোখে পড়ে না। ফলে যার যেমন খুশি, সেভাবেই গাড়ি ঘোরাচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এক পথচারী জানান, "প্রতিদিন এই মোড় পার হতে আমাদের অনেক সময় নষ্ট হয়। জরুরী প্রয়োজনেও দ্রুত কোথাও যাওয়া যায় না। এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো, তা জানি না।
সাধারণ মানুষ দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।