গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এসবিএস টেক্সটাইল নামক কারখানায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার(০৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সিআরসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসবিএস টেক্সটাইলস মিলস্ এ অগ্নিকাণ্ড ঘটে।

 আগুন নিয়ন্ত্রণে  শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, ভালুকা ও কাপাসিয়া ২টি ইউনিট, জয়দেবপুর  ফায়ার সার্ভিসের ২টি ইউনিট মোট ৭টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, দুপুর পৌঁনে বারোটার দিকে কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। পরবর্তী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস্ লিমিটেডের একটি কারখানার তুলার গুদামে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।