ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিস্টপুর গ্রামে।

ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিস্টপুর গ্রামে। তথ্য অনুসন্ধানে গিয়ে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ আক্তার জাহান(২৮) উক্ত গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ হুমায়ুন কবির সেতু এর স্ত্রী। সেতু এর মেজ ভাই আবু সায়েম ও প্রবাসী। আবু সায়েম দেশে থাকা অবস্থায় সেতু অনেক টাকা পয়সা সায়েমের কাছে পাঠাতেন বলে জানা যায়। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। বর্তমানে দুই ভাই বিদেশে থাকেন এবং দুজনের স্ত্রী একই বাড়িতে পাশাপাশি ইউনিটে থাকেন।মাঝে মাঝে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। তার ই ধারাবাহিকতায় গত ১৫ই নভেম্বর ২০২৪ শুক্রবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় ভুক্তভোগী আক্তার জাহান তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা চলাকালীন তার জা মোছাঃ মৌসুমী আক্তার দুলালী (৩০) তার ওপর বটি নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। চুলের মুঠি ধরে কিল ঘুষি মারতে থাকে। ভুক্তভোগী একহাতে বটির আক্রমণ ঠেকাতে গেলে দুলালী আরো হিংস্র হয়ে ওঠে এবং আক্তার জাহানের চোখে কামড়ে ধরে। ভুক্তভোগীর চিৎকার শুনে তার বৃদ্ধা শাশুড়ি এগিয়ে এলে দুলালী শাশুড়িকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিতে থাকে। নির্যাতনে ভুক্তভোগী মেঝেতে লুটিয়ে পড়লে সুযোগ বুঝে দুলালী ভুক্তভোগীর গলার লকেট সহ স্বর্ণের চেইন (০৯ আনা) ছিনিয়ে নেয়।ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুলালী দ্রুত নিজের ঘরে চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় গুরুতর অসুস্থ আক্তার জাহানকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ভালোভাবে পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী বাদী হয়ে সঠিক বিচারের আশায় আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আক্তার জাহান এর দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভুক্তভোগীর স্বামী প্রবাসী মোঃ হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, আমি যেহেতু দেশে থাকি না আমার বৃদ্ধা মাকে নিয়ে আমার স্ত্রী বাড়িতে থাকেন আমি খুবই আতঙ্কে থাকি আমার স্ত্রী এবং মাকে নিয়ে। এর আগেও মেজো ভাই আবু সায়েম ও তার স্ত্রী দুলালী আমাকেও হত্যার হুমকি দিয়েছে। তারই প্রেক্ষিতে আমার স্ত্রীর উপর হামলা করেছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।