পিরোজপুর জেলার নাজিরপুরে ইমাম সমিতির উদ্যোগে নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক সভাপতি ইমাম সমিতি পিরোজপুর জেলা। আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ইমাম সমিতি নেতা পিরোজপুর জেলা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির প্রধান উপদেষ্টা কাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সমিতির আহবায়ক হাফেজ হাবিবুল্লাহ বেলালী।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইমাম সমিতির সদস্য সচিব মাওলানা আবু দাউদ।সভায় ২৫ সদস্যের উপজেলা ইমাম সমিতির কমিটি ঘোষণা করা হয়।জনাব মাসুদ সাঈদী বলেন, ইমামতি পেশা কোন সাধারণ পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব।তিনি দেশের সকল ইমাম ও মুয়াজ্জিনদের নিস্টার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। তিনি বলেন, ইমাম হল জিম্মাদার আর মুয়াজ্জিন হলো আমানতদার। এ সময় তিনি দেশের সকল মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের বেতন কাঠামো নীতিমালা প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।