নারায়ণগঞ্জের রূপগঞ্জে    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে উপজেলার ভূলতা এলাকায়  শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী'র নির্দেশনায় ও শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহবাজ ফাউন্ডেশনের  রিয়াদ হোসেন , হাসান মীর,ইয়ামিন মিয়া , মো: ফেরদৌস,মারফত আলী, মকবুল হোসেন, মো: কিরনসহ অনেকে। 
শনিবার ভোর থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন। পরে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এক বিশাল র‍্যালি বের হয়, যা ভূলতার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ইসলামিক পতাকা, ব্যানার, স্লোগান এবং মিলাদুন্নবী (সা.)-এর মাহাত্ম্য তুলে ধরা হয়।

শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী, রাসূল (সা.)-এর শিক্ষা আমাদের জীবনে ধারণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এ মহিমান্বিত দিন আমাদের জন্য অনুপ্রেরণার।