বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসেবে উঠান বৈঠক করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন।

১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরালু পাড়াগাও এলাকায়এ  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় হাজারো  বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও  সুফল পরিকল্পনা  তুলে ধরেন তিনি।  এ সময়  বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। 
এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

উঠান বৈঠকে উপস্থিত বাসিন্দাদের বিভিন্ন দাবী দাওয়া ও রাষ্ট্র চিন্তায় তারেক রহমানের ৩১ দফা মূল্যায়ন করে দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইতেন স্বনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার৷ তার সুযোগ্য পূত্র তারেক রহমান আধুনিক, উন্নত রাষ্ট্র ও দেশের মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার রক্ষার কাজ করবেন। আমরা তার নির্দেশে আওয়ামীলীগ হায়েনাদের হামলা মামলায়  অত্যাচারিত হয়েও দুর্দিনে সব কর্মসূচি পালন করেছি। এখন সময় দেশকে গড়ার। আমরা প্রস্তুত।