পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়া ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার অভিযোগ মিজান বেকারি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়া ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার অভিযোগ  মিজান বেকারি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় ২৬ শে অক্টোবর বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সড়কে এলাকায় মিজান বেকারিতে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ  অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বেকারির কারখানাটিতে খাদ্য উৎপাদনের মিক্সার মেশিনে আটা ময়দা মিলানোর সময় বিভিন্ন পাখির  মল-মূত্র এবং পাখি বসে  খাওয়ার দৃশ্য চোখে পড়ে। এ সময় তিনি কারখানাটির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযান পরিচালনা করেন, এ সময়  সেখানে ১৭ কেজি  নিষিদ্ধ রাসায়নিক এমোনিয়া উদ্ধার করে করেন। পরে ওই কারখানাতে ময়লা পানি, পচা নষ্ট আটা-ময়দা এবং নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমান  আদালত পরিচালনা করে কারখানা মালিক বাঁশুরী গ্রামের আব্দুস সোবাহান খানের ছেলে মিজানুর রহমান খানকে ৫০ হাজার  টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রমণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান রাসায়নিক এমোনিয়া মানুষের দেহে প্রবেশ করলে লিভার, কিডনি সহ ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। অথচ মিজান বেপারী এটা ব্যবহার করছে।