সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের এক মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ ও মানবিক বিভাগের কয়েকশত নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক। এতে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন ও নবীন বরণ আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। যাতে করে তোমরা নোয়াখালী কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে/কলেজে অন্তত ৫০% শিক্ষার্থী চ্যান্স পাও। তবে এজন্য নিয়মিত ক্লাস করতে হবে এবং পড়াশোনায় গভীর মনোযোগ দিতে হবে।
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, তোমাদের কার কার পীর আছে? তোমাদের মধ্যে কারা কারা পীরের মুরিদ? জীবনে সফলতা এবং ভালো ফলাফলের জন্য পীরের মুরিদ হতে হবে তোমাদেরকে। তবে তোমাদের সে পীর কিন্তু তোমাদের বাড়িতেই আছে, তারা হলেন তোমার বাবা এবং মা। সব সময় বাবা মায়ের আনুগত্য করতে হবে এবং তাদের দোয়া নিয়ে পথ চলতে হবে। পরীক্ষার প্রিপারেশন কোন ক্ষেত্রে কম থাকলেও দেখা যাবে বাবা মায়ের দোয়ায় আল্লাহ তাআলা সফলতা দান করবেন।
উক্ত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামি ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।