নড়াইল জেলা সমিতি নড়াইল জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের প্রতি বছর অনেক শিক্ষার্থীর ভর্তি হয় নড়াইল জেলা থেকে। জেলা সমিতির কাজসমূহ ভর্তি পরিক্ষায় সময় পরীক্ষার্থীর আবাসন বা থাকার ব্যবস্থা করা, জেলা সমিতির সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকা, নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান, সবাই মিলে কেনো শিক্ষার্থীর সমস্যা হলে সমাধানের চেষ্টা করা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত  নড়াইল জেলার সকল শিক্ষার্থীর নিয়ে গঠিত নড়াইল জেলা সমিতির  ২০২৪ সালে ১ বছরের জন্য নেতৃত্বে সভাপতি   আবু সাহাদাৎ  বাঁধন  ও সাধারণ সম্পাদক গোলাপ মোসের্দ শুভ।

নড়াইল জেলা সমিতি নড়াইল জেলার অন্তর্ভুক্ত  সকল উপজেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন  বিষয়ের  প্রতি বছর  অনেক শিক্ষার্থীর ভর্তি হয় নড়াইল জেলা থেকে। জেলা সমিতির কাজসমূহ ভর্তি পরিক্ষায় সময়  পরীক্ষার্থীর আবাসন বা থাকার ব্যবস্থা করা, জেলা সমিতির সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকা, নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান,  সবাই মিলে কেনো শিক্ষার্থীর সমস্যা হলে সমাধানের চেষ্টা করা।

এছাড়া নড়াইল জেলা সমিতির ১ বছরের কমিটির  সাংগঠনিক  সম্পাদক  ফয়সাল আহমেদ, সহ-সভাপতি  মাহামুদুর রহমান সোভন,নিশাত তামান্না,বিজয় পাল, আজিম মোল্যা,এস এম হিজবুল্লাহ, সোয়াইব হোসেন, এস এম আকবার।যুগ্ম সাধারণ সম্পাদক - তনু, জাহিদুল ইসলাম নাঈম, আফিফ সাদিক, মোহাম্মদ সোহান শেখ, আমির হামজা, কল্লোল হাসান চম্পক, হাসিবুল হাসান ইমন, মো: রিয়াজুল ইসলাম ইমন।

সাংগঠনিক সম্পাদক -ফয়সাল আহমেদ, ফরহাদ হাসান রবিন, সুমাইয়া খান, ইমরান খান, আলিম খান, ফারহান খান, মাসুম বিল্লাহ, জীবন দাস, ওমি দাস,মোঃমিনহাজ,মেহেরব অপি,মো: হায়াতুজ্জামাব,মো: জিহাদ মোল্যা,সাদমান সৃজন আজিজ, মোহাম্মদ রাফি হোসাইন, মামুনুর রশীদ,মোঃ হাদি।নড়াইল জেলা সমিতির উপদেষ্টাগণ ১ বছরের জন্য কমিটি প্রদান করেন।