বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২১ আগস্ট ২০০৬ তারিখে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় প্রথম যোগদান করেন। তিনি ১৯ বছরের অধিক কর্মজীবনে মাঠ ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরে প্রায় ০১ বছর ০১ মাস এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় ০২ বছর ০১ মাস খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এবাং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রায় ০১ বছর ০২ মাস দিনাজপুরে কর্মকাল শেষে তিনি কিছু সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ফিল্ড গর্ভনেন্স ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসেবে জাইকার অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত উপজেলা গর্ভনেন্স এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউজিডিপি)- এ লিয়েনে দায়িত্ব পালন করেন।
ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ১৯৭৮ সালের ০১ জানুয়ারি ফেনী জেলার এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে বক্তারমুনশী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগ থেকে ১৯৯৯ সালে স্মাতক (অনার্স) এবং ২০০০ সালে এমএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। উচ্চতর ডিগ্রির পাশাপাশি তিনি জাপানের শিনশু বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, অ্যাওয়ার্ড লাভ করেন। চাকরি জীবনে প্রশিক্ষণ ও বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বেশ কয়েকটি দেশ ভ্রমন করেন।
ব্যক্তিগত জীবনে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং তার সহধর্মিনী ডাঃ শামীমা ইসলাম ০২ পুত্র সন্তানের জনক ও জননী।