ঐক্যবদ্ধ পিপলিতা উদ্দীপ্ত সমাজ, তারা সঙ্ঘবদ্ধ ভাবে দক্ষিণ পিপলিতা গ্রামের সাধারণ জনগণ মিলে করেছে গ্রামের রাস্তাঘাট খালের পারে বাদ নির্মাণসহ আরো উন্নয়নমূলক অনেক কাজ।এটা করেছে একান্তই নিজেদের প্রচেষ্টায়,এখানে না আছে কোন সরকারি অনুদান না আছে ব্যক্তি স্বার্থান্বেষীদের সহযোগিতা। এই গ্রামটিতে উদ্দীপ্ত সমাজ মিলে করেছে রাস্তার একাধিক কাজ,আর এতে করে মিলেছে গ্রামবাসীর স্বস্তির নিঃশ্বাস,আর সামাজিক উন্নয়নমূলক কাজগুলো গ্রামে ঐক্যবদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে,এই কাজের জন্য সহযোগিতা করেছে গ্রামবাসী সবাই। বিগত বছরগুলোতে গ্রামের রাস্তাঘাটের কাজ না হওয়ার কারণে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল,গ্রামের তরুণদের এই সৎ ইচ্ছার কারণে এই উদ্দীপ্ত উদ্দীপনায় মিলেছে গ্রামের উন্নয়নের চিত্র। ঝালকাঠি জেলার ৪ নং কেওড়া ইউনিয়ন এর দক্ষিণ পিপলিতা গ্রামের তরুণ উদ্দীপ্ত সমাজের স্বেচ্ছায় নিজ এলাকার উন্নয়নের এই ধারাবাহিকতা দেখে বাংলার প্রতিটি মানুষ হোক দেশপ্রেমী গড়ে উঠুক একতা ও ঐক্যবদ্ধতা।