পিরোজপুরের ঐতিহ্যবাহী বলেশ্বর নদীটি পিরোজপুর জেলায় নাজিরপুর উপজেলার মাটি ভাংগা থেকে শুরু হয়ে তুষখালীর কচা নদীর সাথে মিলিত হয়েছে।

পিরোজপুরের ঐতিহ্যবাহী বলেশ্বর নদীটি পিরোজপুর জেলায় নাজিরপুর উপজেলার মাটি ভাংগা থেকে শুরু হয়ে তুষখালীর কচা নদীর সাথে মিলিত হয়েছে। বলেশ্বর নদীর পাশে শহর ও জনপদ হলো পিরোজপুর, মাটি ভাংগা, জিয়ানগর এবং বাগেরহাট জেলার কচুয়া ও শরণখোলা উপজেলা।এ নদীতে একসময় চলতো জাহাজ, স্টিমারসহ বিভিন্ন নৌযান। নদীতে পানি ছিলো ৭০ থেকে ৮০ ফুট।জেলাদের জালে ধরা পরতো বিভিন্ন প্রজাতির মাছ।২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণের জন্য ব্লক ফেলে, কিছু ব্লক নদীতে পরে, ফলে সেখানে ভরাট হয়ে চর জেগে সংকির্ণ হয়ে এসেছে নদীর দুই পাশ।বর্তমানে নদীর মাঝ বরাবর একটি চর দখে যায়।ঐতিহ্যবাহী নদীর দুই পাশের জমি চাষাবাদের একমাত্র পানির উৎস গলে বলেশ্বরের মিস্টি পানি।এ নদীটি শুকিয়ে গেলে ক্ষতি গ্রাস্ত হবে কৃষকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। তাই এ অঞ্চলের মানুষের দাবি নদীটি সংস্কর করা।