শনিবার (২৩ নভেম্বর)টাউন হল ময়দান, পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত

শনিবার (২৩ নভেম্বর)টাউন হল ময়দান, পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত শ্রমিক মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের লক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মো.ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাও. হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় সিনিয়র সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনপ্রধান বক্তা ছিলেন জনাব মো.আলহাজ্ব কবির আহমেদ, কেন্দ্রীয় সহ সভাপতি ও অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর। জনাব আলহাজ্ব মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন ও সাবেক উপজেলা চেয়ারম্যান, ইন্দুরকানি,পিরোজপুর। জনাব মশিউর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চল।বক্তারা বলেন, আমরা ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে চাই। জুলাইের বিপ্লবে ছাত্র ছাত্রীদের পাশাপাশি শ্রমিকদের অবদান ছিলো অনস্বীকার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল সরকার গঠন করতে পারলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে।সর্বপরি সকলকে ঐক্য বদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।