ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড : রানা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ সারাদেশে সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ সারাদেশের সাম্প্রদায়িক সহিংসতা র ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধায়নে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা কমিটি ও পিরোজপুর যুব ঐক্য পরিষদ।
আজ রবিবার বিকাল ৪ টায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তাদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।বক্তারা বলেন বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে এসব মামলাগুলোকে মিথ্যা ও গায়েবি মামলা হিসেবে উল্লেখ করা হয়।
সমাবেশে বক্তারা এসব মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান। তারা সংখ্যালঘু নির্যাতনে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তির দাবি জানান।এ কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলার সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, ও মহিলা ঐক্য পরিষদের আহবায়ক অর্পনা হালদার সহ অনেকেই বক্তব্য রাখেন।