সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০টায় অত্র কলেজের ওমান ভবনে এ নবীন বরন অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়।
একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ।ও ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও, পিরোজপুর জুলাইযোদ্ধা সংসদের সদস্যচিব তাহমিদ আন নাসিফ।এছাড়াও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়।