উপজেলা পরিষদ গঠনের প্রায় ৪২ বছর পর এই প্রথম নারী ইউএনও পেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাবাসী।কাশিয়ানী উপজেলায় এই প্রথম নারী

উপজেলা পরিষদ গঠনের প্রায় ৪২ বছর পর এই প্রথম নারী ইউএনও পেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাবাসী।কাশিয়ানী উপজেলায় এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা জান্নাত যোগদান করেছেন।সোমবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কাশিয়ানী উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব বুঝে নেন।এর আগে তিনি ঢাকা বিভাগীর কমিশনারের কার্যালয়ে ঢাকা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে কর্মরত ছিলেন।
ফারজানা জান্নাত ৩৫ তম বিসিএস ক্যাডার হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।ইউএনও ফারহানা জান্নাত বলেন, কাশিয়ানী উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই গর্বিত। সবার সহযোগিতা নিয়ে