কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে জনপ্রতিনিধি ও সুবিধাভোগীদের অংশগ্রহণে কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও  কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়‌।


এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার,পরিবার পরিকল্পনা  রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সহকারী পরিচালক ও ডিপিএম রফিকুল ইসলাম তালুকদার, কুড়িগ্রাম জেলা কনসালটেন্ট ডাঃ মনজুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার প্রতিনিধি ডাঃ রোজিনা আক্তার,মেডিকেল অফিসার ফেরদৌসী খাতুন সহ আরো অনেক।