রবিবার ২৮ এপ্রিল বিকাল ৪ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ডাক বাংলোতে একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা এর মাধ্যমে পরিচালিত ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এক্টিভিস্তা কুড়িগ্রামের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার- ২০২৪ এ কুড়িগ্রামের প্রেক্ষাপট বিবেচনায় যুবদের উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ এপ্রিল বিকাল ৪ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ডাক বাংলোতে একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা এর মাধ্যমে পরিচালিত ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এক্টিভিস্তা কুড়িগ্রামের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার- ২০২৪ এ কুড়িগ্রামের প্রেক্ষাপট বিবেচনায় যুবদের উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, এমপি, ২৬ কুড়িগ্রাম-২।

তিনি তার বক্তব্যে প্রকাশ করেন , আমি ইউএসএস সংগঠন সম্বন্ধে আগে সেভাবে জানতাম না, তবে আজকের এই এই আলোচনা সভায় এসে দেখলাম ইউএসএস এর কার্যক্রম তথা যুবদের কাজের অগ্রগতি খুবই প্রশংসনীয়। আপনারা ভালো কাজ করছেন।ভালোবাসার পাশে আছি থাকবো। আমি ফুলবাড়ীকে মডেল উপজেলা হিসেবে তৈরীতে যুবদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আতাউর রহমান শেখ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ,ফুলবাড়ী উপজেলা শাখা, এজাহার আলী, সাবেক চেয়ারম্যান, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ, আব্দুল আজিজ মজনু সিনিয়ন সাংবাদিক, আব্দুর রহমান উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার, এমদাদুল হক সমাজ সেবক, রেদওয়ানুর রহমান প্রধান শিক্ষক,নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরো বক্তব্য রাখেন, এক্টিভিস্তা কুড়িগ্রাম এর সদস্য শিমু শেখ, মুন সরকার, আব্দুর রহিম ও আনিছুর রহমান। আদর্শ বিনির্মাণে ফুলবাড়ী উপজেলার যুব সমাজের প্রত্যাশা এবং একই সাথে বাস্তবায়নের জন্য যুবরাজ লিখিতভাবে স্মারকলিপি প্রদান করেন। উক্ত দাবীসমূহের প্রেক্ষিতে এমপি মহোদয় নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করার আশ্বাস  প্রদান করেন।

দাবিগুলোঃ পলিথিন ও প্ল্যাস্টিক এর ব্যবহার কমানোর জন্য আমরা পাট পণ্যের উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করছি। আমাদের ফুলবাড়ীতে একটি ব্রীজ বরাদ্দ হয়েছে। ফুলবাড়ী বাজারে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। শেখ হাসিনা ধরলা ব্রীজের পাশে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। ফুল সাগর নদীকে পরিবেশ বান্ধব করা হবে। সরকারি দপ্তরগুলোতে জনবল ঘাটতি দূর করতে উদ্যোগ গ্রহণ করা। গ্রীণ অর্থনীতি সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।

ফুলের গাছ লাগিয়ে ফুলবাড়ীকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হবে। ফুলবাড়ীতে বাস সার্ভিস চালু করা হবে।

পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা চালু করতে সোলার প্যানেল সরবরাহ করা হবে। ধরলা নদী ড্রেসিং করা ও পানি প্রবাহ ধরে রাখার ব্যবস্থা করা হবে। নদী-ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ করা হবে। কর্ম সংস্থান সৃষ্টিতে খামার স্থাপন করা হবে। যুবদের প্রশিক্ষিত করতে ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। খেলার জন্য স্টেডিয়াম করা হবে। দক্ষ মানবশক্তি তৈরীতে কারিগরী কলেজ প্রতিষ্ঠা করা হবে। মাদক নির্মূল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। ফুলবাড়ীতে ইমিগ্রেশন চালু করা হবে। সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।

যুবদের অর্জন সমূহ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন ফুলবাড়ী উপজেলা উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।