খুলনায় ধ্রুব সংস্থার উদ্যোগে এবং ক্লিন ও বিডব্লিউজিইডি এর সহযোগিতায় ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট , খুলনা গঠিত হয়েছে।

খুলনায়  ধ্রুব সংস্থার উদ্যোগে  এবং ক্লিন ও বিডব্লিউজিইডি এর সহযোগিতায় ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট , খুলনা গঠিত হয়েছে। 
রুফটপ সোলার ও ফ্লোটোভোলটাইক্স প্রকল্পের প্রচারে উদ্যোগ" , "ফসিল ফুয়েল প্রকল্প বাতিল এবং রুফটপ সোলার ও ফ্লোটোভোলটাইক্স প্রচারে খুলনায় এই ফোরাম গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস এম আতহার আলী।  উপস্থিত সম্মানিত সদস্যরা জ্বালানির ভবিষ্যতের জন্য বিশেষভাবে উপযোগী নবায়নযোগ্য প্রযুক্তি, রুফটপ সোলার ও ফ্লোটোভোলটাইক্স নিয়ে প্রচারণা চালানোর উপর জোর দেন। ফোরামটির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারকে নবায়নযোগ্য শক্তি বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
ফোরামটি ২০১০ সালের বিশেষ আইনের অধীনে পাস হওয়া ৭৮টিরও বেশি প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং সরকারকে আইনটি পুরোপুরি বাতিল করার আহ্বান জানায়। তারা আরও ৩১টি নবায়নযোগ্য প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানায়, যেগুলো আইন বন্ধ হওয়ার কারণে বাতিল হয়েছে।
এই ফোরাম খুলনার জন্য টেকসই ও পরিচ্ছন্ন শক্তি প্রচারের একটি শক্তিশালী পদক্ষেপ হবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে। বিভিন্ন স্থানীয় সংগঠন, পরিবেশগত গ্রুপ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই ফোরামের সদস্য হিসেবে যোগ দিয়েছেন। ফোরামটি সেবামূলক কর্মকাণ্ড আরো বেগবান করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংবাদিক গৌরাঙ্গ নন্দী সভাপতি এবং সদস্য সচিব রেখা মারিয়া বৈরাগী মনোনীত হন। পর্যায়ক্রমে সহ সভাপতি মনোনীত হন ক) অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু খ) অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার গ) অ্যাডভোকেট মমিনুল ইসলাম ঘ) হাসনাহেনা , যুগ্ম সম্পাদক ফৌজিয়া আলী, সহ-সম্পাদক  যথাক্রমে প্রভাষক এস এম সোহেল ইসহাক ও পলাশ দাশ, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল মিনা, কোষাধক্ষ্য উত্তম দাস, উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা এস এম আতহার আলী,  উপদেষ্টা অমর কৃষ্ণ বৈদ্য , সম্মানিত সদস্যরা হলেন হাকিম মতিয়ারা বেগম, আনোয়ারুল হক স্বাধীন, ফারজানা নাহার, কে এম শাহীন, দীপায়ন মিস্ত্রি এবং বিথীকা দোবে।