বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল ও ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বগুড়া ডিবির একটি টিম ইং ১৫/১১/২০২৪ তারিখ ১৫.২০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সদর উপজেলা পরিষদের ২নং গেইট এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জাকির হোসেন (২৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-দক্ষিণ শ্যামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া,কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ৪৫(পঁতাল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।বগুড়া ডিবির অপর একটি টিম ইং ১৬/১১/২০২৪ তারিখ ১১.০৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন শিলিমপুর সাকিনস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শে আদি মহরম দই ঘরের সামনে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৫৪), পিতাঃ- মোঃ খলিল, মাতা জয়নব বেগম, সাং-খালিশপুর চিত্রালি সিনেমা হলের পিছনে, থানাঃ- খালিশপুর, কেএমপি খুলনা, ২। মোঃ রাজিব হোসেন (৩০), পিতাঃ মোঃ দুলাল মিয়া, মাতাঃ মৃত পুতুল বেগম, সাং- ধর্মপুর রেলগেট, থানাঃ- কোতয়ালী, জেলাঃ- কুমিল্লা, ৩। মোঃ মোসলেম উদ্দিন (৬০), পিতা মৃত বশত আলী মাতাঃ মৃত সুখ বানু, সাং- রাজাপুর নতুনপাড়া থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লাদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে সর্বমোট ০৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।এছাড়াও অপর একটি অভিযানে ইং ১৬/১১/২০২৪ তারিখ ১৩.০৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন তিনমাথা মোড়স্থ তিনমাথা টু সাতমাথাগামী পাকারাস্তার উত্তর পার্শে বাবু স্টাইল হেয়ার কাটিং সেলুনের সামনে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রিমন (২০), পিতাঃ- মোঃ জিন্নাত প্রাং, মাতাঃ মোছাঃ রেবা খাতুন, সাং- এরুলিয়া আরজি পলিবাড়ী, থানাঃ বগুড়া সদর, জেলাঃ- বগুড়া’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।