বেনাপোল স্থলবন্দরের যানজট নিরশন ও দু’দেশের (ভারত-বাংলাদেশ) আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্বোধন হচ্ছে বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল।

বেনাপোল স্থলবন্দরের যানজট নিরশন ও দু’দেশের (ভারত-বাংলাদেশ) আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উদ্বোধন হচ্ছে বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় বাংলাদেশ অর্ন্তবর্তীকালীন সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবঃ ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধনের ঘোষণা করবেন। এই ভেহিক্যাল টার্মিনালের দয়ার খুলে যাওয়ায় এ পথদিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে আসবে আরও গতিশীলতা ও সম্প্রসারণ, বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আয়। যা মন্তব্য করেছেন এ বন্দর ব্যবহারকারিরা। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এ টার্মিনাল চালু হওয়ায় অনায়াসে এখানে প্রতিনিয়ত দেড় থেকে দুই হাজার
পণ্যবাহী ট্রাক অবস্থান করতে পারবে। একইসাথে এসকল পণ্যবাহী ট্রাক ড্রাইভার ও হেলপারদের বিশ্রাম নেওয়া থেকে শুরু করে থাকা খাওয়ার জন্য
সুন্দর ও মনোরম স্থানের ব্যবস্থা থাকছে।জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে রপ্তানি বাণিজ্যের পরিমাণপ্রতিদিন ৭০০ ট্রাকের অধিক পণ্য থাকলেও জায়গা সংকুলানের কারণে ৩০০ থেকে ৪০০ ট্রাক পণ্য রপ্তানি করা হতো। বাকি পণ্যবোঝাই ট্রাক দু’দেশের বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় দাড়িয়ে থেকে দীর্ঘতম যানজট সৃষ্টি হতো । এ টার্মিনাল চালু হওয়ায় এখন থেকে দেড় থেকে দুই হাজার পণ্যবাহী ট্রাক আসাযাওয়া করতে পারবে। এতে দূর হবে বেনাপোল-পেট্রাপোলের চিরচেনা যানজট।একইসাথে বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দর ও তাদের একটি বাণিজ্যিক শহর কোলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় এবং অন্যন্য বাণিজ্যিক শহরগুলোতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় আমদানি-রপ্তানিকারকরা এবার এ বন্দর দিয়ে বেশি বেশি পণ্য আমদানি-রপ্তানি করবে। তাতে প্রায়  প্রতিবছরে এ বন্দর থেকে সরকারের রাজস্ব আয়ের টার্গেট পূরণে ব্যর্থ হলেও এবার বাড়বে লক্ষ্যমাত্রা।আরও জানা যায়, দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেনাপোল স্থলবন্দর এলাকায় ভারত সীমান্তের শুন্যরেখার পাশে ৩২৯ কোটি টাকা ব্যয়ে ২৫ একর জায়গা নিয়ে বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল ও ২৬ একর জায়গা নিয়ে ট্রান্সসিপমেন্ট ( টিসিবি)
ইয়ার্ডের নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ করে চালু করার কথা থাকলেও বৈশ্বিক মন্দা, দেশের রাজনৈতিক জটিলতা ও
সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরপর ৩ বার এ টার্মিনালের উদ্বোধনী ঘোষণা বাজেয়াপ্ত হয়। সর্বশেষ সকল বাঁধা-বিপত্তি অতিক্রম করে আজ
১৪ নভেম্বর ব্যবসায়ীদের আলোর দিশারী হয়ে উদ্বোধন হচ্ছে বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল।বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক ট্রাফিক) আজাহারুল ইসলাম জানিয়েছেন,বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। বাংলাদেশ অর্ন্তবর্তীকালীন সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় আনুষ্ঠানিকভাবে বেনাপোল স্থলবন্দর ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধন ঘোষণা করবেন। পরে, সাড়ে ১২ টার সময় তিনি বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক ও দুপুর দেড়টার সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করবেন।