বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলায় সুপারির চাষ করা হয়।বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারে দ্বিতীয় বৃহত্তম সুপারির হাট বসে।এ হাট বসে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার।হাটের সুপারি বেচাকেনার কার্যক্রম শুরু হয় ভোর ৫:০০টার সময় থেকে।সকাল ৯:০০ টার মধ্যে প্রায় ৯০% সুপারি বেচাকেনা হয়ে যায়।প্রতি বাজারে প্রায় এক লাক্ষ বিশ হাজার সুপারি বেচাকেনা হয়।অত্র অঞ্চলের নিয়মানুযায়ী পঞ্চাশ কুড়িতে এক হাজার সুপারি হয়।আর এক কুড়িতে২২০ টি সুপারি ধরা হয়।বৌলপুর বাজারের অন্যতম সুপারি ব্যবসায়ী জনাব সিদ্দিকুর রহমান বলেন,আমি প্রতি বাজারে ত্রিশ থেকে পয়ত্রিশ হাজার সুপারি ক্রয় করি।১৫ সেপ্টেম্বর থেকে বাজারে সুপারি বেচাকেনা শুরু হয় চলে ডিসেম্বর পর্যন্ত। গতো ২৬ মে ২০২৪ তারিখে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সুপারি গাছের মাথা দুমড়ে মুচড়ে যাওয়ায় সুপারির ছড়া শুকিয়ে গেছে। যার কারনে এ বছর সুপারির ফলন তিনের দুই অংশ কমে গেছে।তবে সুপারির মূল্য প্রতি বছরের তুলনায় ভালো।বাজার কমিটির সভাপতি বলেন,বাজারের সার্বিক পরিবেশ নিরাপদ থাকায় দূর দূরন্ত থেকে ক্রেতা ও বিক্রেতার এসে ন্যায্য মূল্যে সুপারিশ বেচা কেনা করতে পারে।