আজ ২১ শে (নভেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর বিভাগীয় সভা শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন

আজ ২১ শে (নভেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডস্থ  জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর বিভাগীয় সভা শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি কে ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না, এবং হলেও তা  অংশগ্রহণমূলক হবে না তিনি আজ দুপুরে পার্টির রংপুর বিভাগীয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন। ব্রিফিং কালে  আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক,  সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার  পাটোয়ারী,সহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস নিশ্চয়ই একজন বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি কখনো সাধারণ মানুষের সাথে রাজনীতি করেননি তাই সরকার পরিচালনায় বিভিন্ন সেক্টরে ব্যর্থতা দেখা যাচ্ছে।  উদাহরণস্বরূপ তিনি  মাঠ পর্যায়ে পুলিশ নিষ্ক্রিয় থাকার বিষয়টি তুলে ধরেন।। তিনি আরো বলেন পুলিশ সষ্ক্রিয় না হলে এ দেশে নির্বাচন হবে কেমনে? রাজনৈতিক দল গুলোকে সংলাপে ডাকার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে সংলাপে ডাকলো আর কে ডাকলো না সেটা আমাদের কাছে মূখ্য বিষয় নয়, আমাদেরকে দল গুছিয়ে ভবিষ্যতে নির্বাচন জন্য প্রস্তুত থাকতে হবে এটাই আমাদের কাছে মুখ্য বিষয়।