ময়মনসিংহের গৌরীপুরে (৭ জানুয়ারি) শনিবার সকাল ১১ টায় গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আয়েশা বিলকিস ও দিতি বানু এর যৌথ সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রুমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক, সদস্য কেন্দ্রীয় কমিটি ও সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা শাখা, দিলিপ কুমার পাল, সভাপতি ময়মনসিংহ জেলা শাখা, মুহাম্মদ আল-আমিন সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, আক্তার হোসেন সভাপতি হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ মোবারক হোসেন সাধারন সম্পাদক ময়মনসিংহ সদর শাখা, জান্নাতুল ফেরদৌস সভাপতি ময়মনসিংহ মহানগর শাখা, অসীম সাহা সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর শাখা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর শাখা, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর শাখা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন জুয়েল, সভাপতি প্রেসক্লাব গৌরীপুর, মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক স্বাধীনতা শিক্ষক পরিষদ গৌরীপুর। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হন কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেন সহ মোট ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন শেষে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।