বরগুনার বামনা উপজেলায় অটোচালক আজিজুল সিকদারকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বামনা গোলচত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় অটোচালক ও এলাকাবাসী। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নিহতের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, নিহত আজিজুলের পিতা ফারুক সিকদার ও অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়ম বেগম, উপজেলা আনসার ও ভিডিপির সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক।

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব কাঁধে নিয়ে আজিজুল অটো চালাতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করে নিয়ে যায়। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি নিশ্চিত করার আহ্বান জানান।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বামনা থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামের মো. হৃদয় (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৫)।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় আজিজুল সিকদারকে গলা কেটে হত্যা করা হয়। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে।