আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরগুনা জেলার বামনা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বামনার সবচেয়ে বড় ও ঐতিহ্যেবাহী পশুর হাট ডৌয়াতলা বাজার। রবিবার (২৫ জুন) ঐতিহাসিক ডৌয়াতলা বাজারের স্কুল মাঠের পশুহাট ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে হাটে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। পুরো মাঠজুড়ে বসেছে হাট। পশু নিয়ে সকালেই পৌঁছে যান বিক্রেতারা। এ দিন সড়কে যানজট লেগে যায়। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরোদমে চলে পশু বেচাকেনা। কোরবানি উপলক্ষ্যে পশুর উপস্থিতি ছিল ব্যপক। পশুর হাটে বিক্রেতা ক্রেতাদের মাঝে চলে দর-কষাকষি।
হাটে সময় বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির পশুর দামও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। গরু বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, আমি ৬ টি গরু বিক্রি করতে এসেছি। ৫ টি গরু এর মধ্যে বিক্রি করেছি। একটা গরু হাতে আছে, এটাও বিক্রি হবে আশা করছি। এ বছর দাম ভাল পাওয়া যাচ্ছে । আরেক গরু বিক্রেতা জসিম উদ্দিন বলেন, এ বছর গো-খাদ্যের দাম অনেক বেশি। তাই গরুর দামও একটু বেশি। দুটি গরু বিক্রি করার জন্য এসেছি। এখন পর্যন্ত একটি বিক্রি করতে পেরেছি। আরেকটি হয়ত ফেরত নিয়ে যেতে হতে পারে।
হাটে গরু কিনতে আসা নাসির উদ্দিন নামে এক ক্রেতা বলেন, কোরবানি করার জন্য মাঝারি গরু খুঁজছি। এবছর গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। যেহেতু কোরবানি করতে হবে তাই বেশি দাম দিয়েই গরু কিনতে হবে। এদিকে দুপুরে বামনা থানার ওসি মো: মাইনুল ইসলাম বামনা উপজেলার সবচেয়ে বড় এই পশুর হাট পরিদর্শন করেন।