আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভা অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। তিনি বলেন, এ সমাবেশ টেস্ট সভা মাত্র। সভাস্থল কানায় কানায় এতো লোক হবে তিনি কল্পনাও করতে পারেন নি। এ সভায় দুর্গম পাহাড় থেকে পাহাড়িদের আগমনে তিনি অভিভূত। তিনি আরও বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ১৫ বছর ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে মামলা-হামলা, গুম, জেল, জুলুম, হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতনে শিকার হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপি ও সমমনা দল তাদের বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সব সময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। জনগণের আস্থা আছে বলেই ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শত নির্যাতন সহ্য করে আজও রাজপথে জনগণের পাশে আছে বিএনপি। সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, সা শৈ প্রু, জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, মুজিবুর রহমান, মশিউর রহমান মিল্টন, থোয়াইনু অং চৌধুরী,উম্মে কুলসুম সুলতানা লীনা,আবু তাহের চৌধুরী,হারুন উর রশিদ,আলী হায়দার বাবুল, আরিফুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বিএনপি নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য উফোছা মার্মা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন রশিদ, সাইফুদ্দিন বাহাদুর, সবেক চেয়ারম্যান রশিদ আহমদ প্রমুখ।