১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের মাধবপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন এবং মাধবপুর কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিশুদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ করেন। এ সময় বিএনপির পুরনো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে উপস্থিত বাসিন্দাদের বিভিন্ন দাবী দাওয়া ও রাষ্ট্র চিন্তায় তারেক রহমানের ৩১ দফা মূল্যায়ন করে দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইতেন স্বনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার৷ তার সুযোগ্য পূত্র তারেক রহমান আধুনিক, উন্নত রাষ্ট্র ও দেশের মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার রক্ষার কাজ করবেন। আমরা তার নির্দেশে আওয়ামীলীগ হায়েনাদের হামলা মামলায় অত্যাচারিত হয়েও দুর্দিনে সব কর্মসূচি পালন করেছি। এখন সময় দেশকে গড়ার। আমরা প্রস্তুত।