নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে এক পশলা বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ায় চলার অনুপযোগী হয়ে পরেছে। যা দেখার কেউ নেই। জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের অন্যতম একটি শিল্প প্রতিষ্ঠান পূর্ন গ্রাম। তালতলী বাজার হতে বি.কে.বাড়ি, সিটপাড়ার ২০ টি শিল্প প্রতিষ্ঠানের গাড়ি সহ স্থানীয় শত শত পরিবার সব মৌসুমে যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি ব্যবহার করে থাকে।
বি.কে.বাড়ি রাজার হতে সিটপাড়ার (বট তলা)৷ দূরত্ব কমপক্ষে ২ কিলোমিটার হবে। এই রাস্তাটির প্রধান যানবাহন হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের বড়,মাঝারি, ছোট সহ স্থানীয় অটোরিকশা। এই রাস্তার বর্তমানে বেহাল অবস্থার কারণে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ফলে হাজার হাজার মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
সিটপাড়া গ্রামের নূরুজ্জামান বলেন, রাস্তা ভেঙে এমন অবস্থা হইছে, মানুষই চলতে পারেনা, গাড়ি চলবে কেমনে? রাস্তার কোথাও ইট বা কার্পেটিং নাই। আবার কোথাও বড় বড় গর্ত। আমরা বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।