রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোঃ শরিফুল ইসলামকে গ্ৰেফতার করা হয়েছে গতকাল ১৮ নভেম্বর রাতে রংপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টেকশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে কার্যালয়ে ডেকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয় রংপুর পিবিআই পুলিশের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত ১৬ ই জুলাই দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী নেতাকর্মীরা গুলি চালালে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ নিহত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করার নির্দেশ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। একই মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রকে গ্রেফতার করা হয়।উল্লেখ থাকে যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালায়। অনেক শিক্ষার্থী আহত ও নিহত হয়। ঘটনার পর আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় শরিফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।