এ সময় দৈনিক বরিশাল ক্রাইম কে সিনিয়র নকল নবিশ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জানান সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে। আইনমন্ত্রী আনিসুল হক আমাদের একাধিকবার আন্দোলনের মুখে আমাদের চাকরি জাতীয়করণের জন্য আশ্বাস দিয়েছিলেন। একাধিকবার মহান সংসদে ঘোষণা দিয়েছিলেন। সকল নকল নবিশ দের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হবে।

সারাদেশব্যাপী ৫১৬ টি সাব রেজিস্ট্রি অফিসের ন্যয়  আজ রবিবার বরগুনার বেতাগীতে। বৈষম্যর শিকার নকলবিশদের চাকরি জাতীয়করণ লক্ষ্যে। এক দফা এক দাবি আদায়ের জন্য  বেতাগী সাব-রেজিস্টার অফিসে। কলম বিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি চলছে  ।

এ সময় দৈনিক বরিশাল ক্রাইম কে সিনিয়র নকল নবিশ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জানান সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে। আইনমন্ত্রী আনিসুল হক আমাদের একাধিকবার আন্দোলনের  মুখে আমাদের চাকরি জাতীয়করণের জন্য আশ্বাস দিয়েছিলেন। একাধিকবার মহান সংসদে ঘোষণা দিয়েছিলেন। সকল নকল নবিশ দের চাকরি রাজস্ব খাতে   অন্তর্ভুক্ত করা হবে।

কিন্তু পরবর্তীতে তিনি তার কথা রাখেননি। আজ যখন আমাদের ছাত্র ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় করিয়েছেন। তার ধারাবাহিকতায় এই বিটিশের পরাধীনতা শৃংখল  থেকে মুক্ত হতে চাই।  এবং মোহাম্মদ ইনামুল হক জানান জনগণের স্থায়ী সম্পত্তির দলিল পত্রাদি আমরা স্থায়ী রেকর্ড সংরক্ষণ করি। কিন্তু আমরা কেন অস্থায়ী??  আমাদের কেন বেতন নাই?? তাই আমাদের এই আন্দোলন চলবে যতদিন আমাদের দাবি আদায় না হবে।